User blogs

Tag search results for: "সাধারণ জ্ঞান"
AponPost
১। ১৭৮৯ সালে বাস্তিল দুর্গ পতনের কারণ হিসেবে খ্যাত ফরাসি বিপ্লবের স্লোগান কী ছিল ?
= স্বাধীনতা , সাম্য , মৈত্রী 
২।গ্রেটেস্ট শো হিসেবে খ্যাত অলিম্পিক গেমস ২০২০ সালে কোথায় অনুষ্ঠিত হবে ?
= টোকিও , জাপান 
৩।১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের ’স্বরবিতান’ থেকে সংগৃহীত ১ম ১০ লাইন ‘ আমার সোনার বাংলা ‘ গানটি বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয় কবে ?
= ৩ মার্চ, ১৯৭১ । 
৪। গণতন্ত্র চত্বর কোথায় অবস্থিত ?
= নমপেন , কম্বডিয়া 
৫।১৭ সেপ্টম্বর ১৯৭৪সালে জাতিসংঘের বাংলাদেশের সদস্য পদ লাভ করে কিন্তু এর বিরুদ্ধে কোন দেশ ভেটো প্রদান করে ?
= চীন ( ২৫ আগস্ট , ১৯৭২। 
৬। ১৯১০ সালে প্রকাশিত রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে প্রথম বাঙালি হিসেবে নোবেল পাওয়া গ্রন্থ ‘গীতাঞ্জলি’ র ইংরেজি অনুবাদের নাম কী ?
= Songs Offerings 
7. বাংলাদেশের কোন বিভাগ ‘পদ্মা’ নামে পরিচিত হবে ?
= ফরিদপুর 
৮। সমতট ছাড়াও কুমিল্লার প্রাচীন নাম 
= রোসনা বাদ । কুমিল্লা বিভাগের নাম রাখা হবে ‘ময়নামতি’ প্রস্তাব করা হয়েছে। 
৯। বাংলাদেশের সর্বশেষ বিভাগ কোনটি ?
= ময়মনসিংহ । ( ঘোষণা > ১৪ ডিসেম্বর, ২০১৫ ) । বর্তমানে মোট ৮টি । 
১০ । আল জাজিরা কোন দেশের টেভিশন ?
= কাতার 
১১। ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয় ?
= ৩ 
১২। ৪ এপ্রিল , ১৯৪৯ সালে গঠিত হয়ে সম্প্রতি মন্টিনিগ্রোকে নিয়ে ২৯ সদস্য বিশিষ্ট সামরিক জোট ‘ ন্যাটো’র মুসলিম সদস্য 
= তুরস্ক ও আলবেনিয়া । 
১৩। বাংলাদেশের গ্রান্ড মাস্টার খেতাব অর্জনকারী প্রথম দাবাড়ুুু কে ?
= নিয়াজ মোরশেদ 
১৪।১৯৭৫ সালে প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?
= মেক্সিকো সিটি , মেক্সিকো । 
১৫। স্বাধীনতা চুক্তি কোন দুটি দেশের মধ্যে হয় ?
= যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড ( প্যারিস চুক্তি বা ১ম ভার্সাই চুক্তি র অপর নাম স্বাধীনতা চুক্তি , ৩ সেপ্ট, ১৭৮৩ )