• AponPost
  ৭০ মিলিয়ন স্পার্মের সাথে যুদ্ধ করে জন্ম নেওয়া তুমি হেরে যাবার জন্য পৃথিবীতে আসো নি।দুর্দশায় পড়ে নিজেকে কখনও ছোট করে দেখবে না।দুর্দশা মানুষের সামনে চলার জন্য সীমাবদ্ধতা নয় বরং অনুপ্রেরণা!আর এটার বাস্তব প্রমাণ তুমি নিজেই।
  ফেলে আসো দিনগুলোর দিকে তাকাও।দেখবে সেখানে ব্যর্থতা আর সফলতার হিসেবে তুমি সবসময় পরাজিত হওনি।

  তোমার হয়ত কিছু ভাল লাগে না, কিন্তু তুমি আসলেই জানো না, কেন ভাল লাগে না।যদি ভাবো তোমার এটা নাই, ওটা নাই।ট্রাস্ট মি, ঐগুলা পেলে তুমি আবারও বলবে ভাল লাগে না।
  জীবনের কিছু মুহূর্ত আসলে ভাল লাগার জন্য আসে না, ভাল লাগিয়ে নিতে হয়,মেনে নিতে হয়!

  জীবনটাকে কখনও কখনও মাঝনদীতে কালবৈশাখী ঝড়ের মতো দেখবে,কিন্তু হাল ছাড়লে চলবে না।ঝড় দেখেই যদি ভয় পাও তরী ডুবলে সাঁতরে তীরে উঠতে পারবে না।

  নিজেকে অপরের সাথে তুলনা করে ছোট করবে না, তোমার তুলনা তুমিই, তুমি অনন্য, তোমার মত কেউ না।জানি তুমি পারবে, শুধু দরকার আত্নবিশ্বাস,মনোবল আর নিজেকে ছাড়িয়ে যাবার প্রচেষ্টা।

  সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে তোমাকে পাঠানো হয়নি ভাগ্যের উপর দোষ দিয়ে সৃষ্টিকর্তার উপর অভিমান করার জন্য।
  তোমাকে পাঠানো হয়েছে নিজেকে সাহায্য করার জন্য।যদি না পারো সেটা তোমারই ব্যর্থতা।এর দায় শুধু তোমারই!
  ৭০ মিলিয়ন স্পার্মের সাথে যুদ্ধ করে জন্ম নেওয়া তুমি হেরে যাবার জন্য পৃথিবীতে আসো নি।দুর্দশায় পড়ে নিজেকে কখনও ছোট করে দেখবে না।দুর্দশা মানুষের সামনে চলার জন্য সীমাবদ্ধতা নয় বরং অনুপ্রেরণা!আর এটার বাস্তব প্রমাণ তুমি নিজেই।
  ফেলে আসো দিনগুলোর দিকে তাকাও।দেখবে সেখানে ব্যর্থতা আর সফলতার হিসেবে ...See more
  Jun 2 '17
  0 0
Share: