এশিয়া মহাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য-
- বৃহত্তম সাগর – চীন সাগর।
- মুসলিম অধ্যুষিত মান্নার দ্বীপ অবস্থিত – শ্রীলংকায়।
- একমাত্র বৌদ্ধ রাষ্ট্র – শ্রীলংকা।
- এশিয়াকে উত্তর আমেরিকা থেকে পৃথক করেছে – বেরিং প্রণালী।
- এশিয়াকে ইউরোপ থেকে পৃথক করেছে – ফসফরাস প্রণালী।
- এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে – লোহিত ও সুয়েজ খাল।
- ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় – ১৯৭২ সালে।
- পাকিস্থানের সীমান্তরক্ষী বাহিনীর নাম – রেঞ্জার্স।
- ‘মেমগেট’ কেলেঙ্কারির সাথে জড়িত – পাকিস্তান।
- ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন – জনপদ রোড।
- শিরদরিয়া নদীটি – কাজাখস্তানে।
- বৃহত্তম হ্রদ – কাস্পিয়ান সাগর।
- বৃহত্তম দ্বীপ – বোর্নিও দ্বীপ।
- চীনের মুসলিম অধ্যুষিত প্রদেশটি হচ্ছে – জিনজিয়াং।
- শ্রীলংকার প্রসিডেন্টের সরকারি বাসভবনের নাম – টেম্পল ট্রি।
- একমাত্র খ্রিষ্টান রাষ্ট্র – ফিলিপাইন।
- আধুনিক তুরস্কের জনক – কামাল আতর্তুক পাশা।
- PLO এর সদর দপ্তর – ওরিয়েন্ট হাউস রামাল্লায় অবস্থিত।