চলুন, সকাল সকাল নিপ্পন থেকে ঘুরে আসি। আপনার মুখে হাসি দেখেই বোঝা যাচ্ছে আপনি বুঝতে পেরেছেন আমি জাপানের কথায় বলছি। নিপ্পন মানে কি অবশ্যি জানেন, সূর্যোদয়ের দেশ। রোজা আছেন তো, না থাকলে সকাল সকাল ভরপেট নাস্তা করুন, একদম ডায়েট করবেন না !! ও আচ্ছা জাপানের আইন্সভার নাম কিন্তু ডায়েট, মজার নাম তাইনা? নাস্তা করে বেরিয়ে পড়ুন, কি ভাবছেন? প্রেমিকার সাথে দেখা করবেন !! এক কাজ করুন, ফ্রেশ কিছু চন্দ্রমল্লিকা ফুল কিনে দেখা করতে যান। কারন জাতীয় ফুল হলো চন্দ্রমল্লিকা !! আপনার প্রেমিকা কি এভারেস্ট জয় করেছে? সে কি চোখ কপালে তুলছেন কেন? জাপানের নারী জুনকো তাবেই সর্বপ্রথম নারী হিসেবে এভারেস্ট জয় করেছিলেন , তাই আপনার প্রেমিকার কথা জিজ্ঞেস করলাম আরকি। জাপানিদের চেহারা কি কিউট তাইনা, এই কিউট চেহারা মানুসগুলা কিন্তু ব্যাপক ঝামেলা পাকাতে জানে, চীনের সাথেই ঝামেলা পাকিয়েছে ২ বার, একবার ১৮৯৫ সালে আরেকবার ১৯৪৫ সালে। ম্যাপ আছে তো সামনে, বেশ জাপানের ডান পাশে কুড়িল দীপপুঞ্জ নিশ্চয় দেখতে পারছেন, এটা নিয়ে রাশিয়ার সাথেও জাপানের ঝামেলা হয়েছিল। আর ১৯৪১ সালে ঝামেলা হয়েছিল আমেরিকানদের সাথে। তবে একটা ছোট্ট ছেলে জাপানিদের চিরতরে ঠান্ডা করে দেয়। লিটল বোমা পারমানবিক বোমার কথা বলছিলাম আমি।
কৃতজ্ঞতা স্বীকারঃ সাগর রহমান