আচ্ছা ভাই, বলেন তো গোটা পৃথিবীর ৩০ ভাগ এলাকা জুড়ে আছে কোন মহাদেশ?…উত্তরটা জলদি দিন- এশিয়া। আয়তন কত জানেন নাকি? না ভাই, অত বড় সংখ্যা আমার মনে থাকে না !!কোন ব্যাপার না, শুধু মনে রাখেন ৪…৪৫, কি বুঝলেন না? এর মানে ৪ কোটি ৪৫ লাখ বর্গ কিমি।দেখলেন তো কত্ত সহজ !!
এশিয়া মহাদেশ আবার খুব রোমান্টিক! লুকিয়ে লুকিয়ে ইউরোপ সুন্দরীর সাথে লাইন মারে। যেখানে বসে তারা দু’জন ডেট করে সেটাকে ইউরোশিয়া বলে,কি বোঝা গেল ভাই?
আচ্ছা ভাই, আপনি কি খুব ভালো সাতার পারেন? আসেন বাজি লাগি আপনি কাস্পিয়ান হ্রদ পাড়ি দিতে পারবেন না, কারন এটাই এশিয়ার সব থেকে বড় হ্রদ। আর যদি পারেন তবে আপনি সত্যিই জিনিয়াস সাতারু, তবে সাবধান! ভুলেও কখনো বৈকাল হ্রদে নামতে যাবেন না, কারন ওটা এশিয়ার সব থেকে গভীর হ্রদ, গড় গভীরতা প্রায় ৬৩৬ মিটার !!
কি বললেন আপনি বৈকাল হ্রদেও সাতরাতে পারবেন?অকে এবার পারলে চীনের ইয়াংসিকিয়াং নদী সাতরে পাড়ি দেন তো…হে হে জানতাম পারবেন না, ৬৩৮০ কিমি নদী পাড়ি দেওয়া অত সহজ না, আরে ভাই এটাই এশিয়ার সব থেকে লম্বা নদী !
কৃতজ্ঞতা স্বীকারঃ সাগর রহমান