- মানবদেহের পানির পরিমাণ -শতকরা 65-75 ভাগ ।
- মাছ ,মাংস ,শাকসবজিতে পানির পরিমান -শতকরা 60-90 ভাগ ।
- পৃথিবীপৃষ্ঠের পানির পরিমান -শতকরা 75 ভাগ ।
- বিশুদ্ধ পানির pH হলো -7 .
- সর্বজনীন দ্রাবক বলা হয় -পানিকে ।
- পৃথিবীর পানির শতকরা 90 ভাগেরই উৎস হলো -সমুদ্র ।
- জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য 1লিটার পানিতে অক্সিজেন থাকা প্রয়োজন -ন্যূনতম 5 মিলিগ্রাম ।
- পানিবাহিত রোগের মধ্যে অন্যতম হলো -টাইফয়েড জ্বর, কলেরা, আমাশয়, সংক্রামক হেপাটাইটিস বি প্রভৃতি ।
- ভূপৃষ্ঠে লবণাক্ত পানির পরিমাণ -শতকরা 97 ভাগ ।
- পানি জীবাণুমুক্ত করার জন্য স্ফুটন করা প্রয়োজন -প্রায় 15-20 মিনিট ।