১) বাংলা গদ্যের জনক = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
২) বাংলা গদ্যের পথিকৃৎ = উইলিয়াম কেরি।
৩) বাংলা গদ্য রীতির প্রবর্তক = প্রমথ চৌধুরী।
৪) বাংলা গদ্য ছন্দের প্রবর্তক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৫) বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৬) বাংলা ছোট গল্পের জনক = রবীন্দ্রনাথ ঠাকুর।
৭) বাংলা মুদ্রন শিল্পের জনক = চার্লস উইলকিনস।
৮) সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = চার্লস উইলকিনস।
৯) বাঙ্গালিদের মধ্যে সর্বপ্রথম বাংলা অক্ষর খোদাই করেন = পঞ্চানন কর্মকার।
১০) বাংলা বর্ণমালা স্থায়ী রূপ লাভ করে = ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বারা।