বাংলা সাহিত্য
শিখে রাখুন, কাজে আসবে।
–
প্রঃ ‘আপন ঘরে বোঝাই সোনা পরে করে লেনা দেনা’-চরণ দুটির রচয়িতা কে?
উঃ লালন শাহ।
–
প্রঃ বাংলায় টি.এস.এলিয়টের কবিতার প্রথম অনুবাদক কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর
–
প্রঃ ‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটির রচয়িতা কে?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
–
প্রঃ ‘শত্রুকে পীড়া দেয় যে’-সঠিক বাক্য সংকোচন-
উঃ পরন্তপ।
–
প্রঃ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়?
উঃ কার।
–
প্রঃ ‘হে দারিদ্র,তুমি মোরে করেছ মহান’- এ চরণটি কোন ছন্দে লেখা?
উঃ অমিত্রাক্ষর।
–
প্রঃ অপরাজেয় কথাশিল্পী কার ছদ্মনাম?
উঃ শরত্চন্দ্র চট্টোপাধ্যায়।
–
প্রঃ ‘খেয়া পারের তরণী’ কবিতার কবি কে?
উঃ কাজী নজরুল ইসলাম।
–
প্রঃ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি–
উঃ মাইকেল মধুসূদন দত্ত।
–
প্রঃ কোন সাহিত্যকর্মে সান্ধ্যাভাষার প্রয়োগ আছে?
উঃ চর্যাপদ।
–
প্রঃ চর্যাপদে প্রাপ্ত পদের সংখ্যা কত?
উঃ সাড়ে ৪৬ টি।
–
প্রঃ ‘ছায় হরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উঃ আহসান হাবীব।
–
প্রঃ ‘যা বলা হয় নি’- এক কথায় কি হবে?
উঃ অনুক্ত।
–
প্রঃ ‘অক্ষীর সমীপে’-এর সংক্ষপণ–
উঃ সমক্ষ।
–
প্রঃ ‘রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর– কার রচনা?
উঃ জ্ঞানদাস।
–
প্রঃ ‘রঙ্গিলা নায়ের মাঝি’ এর লেখক কে?
উঃ জসীমউদ্দীন।
–
প্রঃ বিভক্তহীন নাম শব্দকে কি বলে?
উঃ প্রাতিপদিক।
–
প্রঃ জসীমউদ্দীনের ‘আসমানী’ চরিত্রটির বাড়ি কোথায়?
উঃ ফরিদপুর জেলার রসুলপুর গ্রামে।
–
প্রঃ সংস্কৃত ভাষার কবি কাকে বলা হয়?
উঃ কালিদাস।
–
প্রঃ ‘তারাবাঈ’ নাটকের রচয়িতা কে?
উঃ দ্বিজেন্দ্রলাল রায়।
–
প্রঃ ‘বনি আদম’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উঃ গোলাম মোস্তফা।
–
প্রঃ ‘বিশ্বজনের হিতকর’ এক কথায় কী বলে?
উঃ বিশ্বজনীন।
–
প্রঃ ‘সাত নরী হার’ কাব্যগ্রন্থটি কোন কবির রচনা?
উঃ আবু জাফর ওবায়দুল্লাহ।
–
প্রঃ ‘বৈরতক,করুক্ষেত্র,প্রভাস’-এই ত্রয়ী মহাকাব্য কার রচনা?
উঃ নবীনচন্দ্র সেন।
–
প্রঃ ‘ভারতী’ পত্রিকা কে সম্পাদনা করতেন?
উঃ স্বর্ণকুমারী দেবী।
–
কেমন লাগল জানাতে ভুলবেন না।
#AponPost | আনিকা, ঢাবি