টেকনিকঃ- “রাউজানের মহামুণি ময়নার আনন্দ-শাল গায়ে নবাবগঞ্জের সীতাকে নিয়ে সোম পাহাড়ে গেছে৷ এদিকে, নওগাঁর হলুদ জগদ্দল ধাম করে মহান ভাসু কে নিয়ে রাজবন কাপাইতেছে৷ ”
এখন মিলিয়ে নিন —–
মহামুণি বিহার- রাউজান, চট্টগ্রাম৷
আনন্দবিহার- ময়নামতি, কুমিল্লা৷
সোমপুর বিহার- (আয়তনে বৃহত্তম) পাহাড়পুর, নওগাঁ৷
শালবন বিহার- ময়নামতি, কুমিল্লা৷
রাজবন বৌদ্ধবিহার- কাপ্তাই, রাঙ্গামাটি৷
জগদ্দল বিহার- ধামুইরহাট, নওগাঁ৷
হলুদ বিহার- নওগাঁ৷
ভাসু বা বসু বিহার- মহাস্থানগড়, বগুড়া৷
সীতাকোট বিহার- নবাবগঞ্জ, দিনাজপুর৷