দেশে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদটি বিভিন্ন কারণেই অনেক গুরুত্বপূর্ণ। দেশের টাকার মান কতটা বাড়বে, মুদ্রা সরবরাহ কত হবে, মূল্যস্ফীতির হার কত রাখা হবে এ সবই ঠিক করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। যার ফলে কর্মসংস্থান, বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য ও দেশের মানুষের জীবনযাপনের মান নির্ভর করে এসব সিদ্ধান্তের ওপর।
সরকার স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন মেয়াদে বাংলাদেশ ব্যাংকে মোট গভর্নর ১২ জন নিয়োগ দিয়েছে। তাঁদের তালিকা ও সময়কাল –
প্রথম | আ ন ম হামিদুল্লাহ | ১৯৭২-১৯৭৪ |
দ্বিতীয় | এ কে নাজিরউদ্দীন আহমেদ | ১৯৭৪-১৯৭৬ |
তৃতীয় | এম নূরুল ইসলাম | ১৯৭৬-১৯৮৭ |
চতুর্থ | শেফ্তা বখ্ত চৌধুরী | ১৯৮৭-১৯৯২ |
পঞ্চম | এম খোরশেদ আলম | ১৯৯২-১৯৯৬ |
ষষ্ঠ | লুৎফর রহমান সরকার | ১৯৯৬-১৯৯৮ |
সপ্তম | মোহাম্মদ ফরাসউদ্দিন | ১৯৯৮-২০০১ |
অষ্টম | ফখরুদ্দীন আহমদ | ২০০১-২০০৫ |
নবম | সালেহউদ্দিন আহমেদ | ২০০৫-২০০৯ |
দশম | আতিউর রহমান | ২০০৯-২০১৬ |
একাদশ | ফজলে কবির | ২০১৬-২০২২ |
বর্তমান | আব্দুর রউফ তালুকদার | ২০২২- |