চলতি বছর ২০২১-২০২২ সেশনে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবেদন করা যাবে ১৫ জুন দুপুর ১২টা থেকে ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবছর ভর্তি পরীক্ষার আবেদনের ফি ধরা হয়েছে ১৫০০ টাকা। একজন শিক্ষার্থী একটি মাত্র পরীক্ষা কেন্দ্র পছন্দ করতে পারবেন। পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.২৫ নম্বর। সমন্বিত (গুচ্ছ) ভর্তি পরীক্ষায় (GST Cluster Admission) অংশগ্রহণকারী শিক্ষার্থীরাই যোগ্যতা সাপেক্ষে পছন্দকৃত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে।
দেশের GST (General, Science & Technology) গুচ্ছভুক্ত ২২ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থীর এইচএসসি বা সমমান পরীক্ষার শাখা (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) মোতাবেক একটিমাত্র সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রার্থীর পছন্দ ও যোগ্যতা মোতাবেক আবেদন করতে পারবে।
ভর্তি প্রক্রিয়ার আবেদন হবে ২টি পর্যায়ে – ১) প্রাথমিক আবেদন ও ২) প্রাথমিক আবেদনের যোগ্যতার ভিত্তিতে চূড়ান্ত আবেদন।

আবেদনের সাধারণ যোগ্যতা: ভর্তি পরীক্ষার জন্য আবেদনের সাধারণ যোগ্যতা হল ২০১৭ থেকে ২০১৯ সালের এসএসসি বা সমমান এবং ২০২০ বা ২০২১ সালের এইচএসসি বা সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), A লেভেল বা অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। এখানে উল্লেখ্য যে সমমান নির্ধারণ করা হবে সমমান নির্ধারণ কমিটি কর্তৃক।
সমন্বিত (গুচ্ছ) ভর্তি পরীক্ষার তারিখ (GST Cluster Admission Exam Date)
শাখা / বিভাগ / ইউনিট | পরীক্ষার তারিখ |
বিজ্ঞান শাখা (এ ইউনিট) | ৩০ জুলাই ২০২২ |
বাণিজ্য শাখা বি ইউনিট | ১৩ আগস্ট ২০২২ |
মানবিক শাখা সি ইউনিটে | ২০ আগস্ট ২০২২ |
মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। নম্বর বিভাজন নিম্নরূপ –
বিষয় | বিজ্ঞান | ব্যবসায় | মানবিক |
বাংলা | ১০ | ১৩ | ৪০ |
ইংরেজি | ১০ | ১২ | ৩৫ |
পদার্থ | ২০ | X | X |
রসায়ন | ২০ | X | X |
ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা | X | ২৫ | X |
হিসাব বিজ্ঞান | X | ২৫ | X |
আইসিটি/গণিত/জীববিজ্ঞান (যেকোন ২টি) | ৪০ (ঐচ্ছিক) | ২৫ | ২৫ |
মোট নাম্বার | ১০০ | ১০০ | ১০০ |
List of GST Universities Cluster Admission
SL | University |
1 | Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University, Bangladesh |
2 | Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University |
3 | Bangamata Sheikh Fojilatunnesa Mujib Science and Technology University |
4 | Begum Rokeya University, Rangpur |
5 | Comilla University |
6 | Hajee Mohammad Danesh Science & Technology University |
7 | Islamic University |
8 | Jagannath University |
9 | Jashore University of Science and Technology |
10 | Jatiya Kabi Kazi Nazrul Islam University |
11 | Khulna University |
12 | Mawlana Bhashani Science & Technology University |
13 | Noakhali Science & Technology University |
14 | Pabna University of Science and Technology |
15 | Patuakhali Science And Technology University |
16 | Rabindra University, Bangladesh |
17 | Rangamati Science and Technology University |
18 | Shahjalal University of Science & Technology |
19 | Sheikh Hasina University |
20 | University of Barisal |