শনিবার (২৮ ডিসেম্বর) সকালে আলাস্কার বেটলস শহরের তাপমাত্রা মাইনাস ৫৬ ডিগ্রি রেকর্ড করা হয়। এছাড়া সেখানকার তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানা গেছে। শনিবার এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বিগত ১০ দিনে আলাস্কার তাপমাত্রা শূন্য ডিগ্রির ওপরে উঠেনি। তবে শুধু বেটলস শহরেই নয়, রাজ্যটির বেশিরভাগ শহরেই একই অবস্থা বিরাজমান। বর্তমানে মাইনাস ৪০ ডিগ্রিই সেখানকার সাধারণ তাপমাত্রা। এটি দিনেও খুব বেশি বাড়ে না।

তবে চলমান এ অবস্থা আলাস্কায় অস্বাভাবিক কিছু নয়। কারণ বছরের বিভিন্ন সময়ের অন্তত ১১ দিন রাতেই সেখানকার তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি থেকে এরও নিচে নামে।